প্রাইভেসি পলিসি - নব আইটি, ঢাকা বাংলাদেশ


প্রাইভেসি পলিসি


আমরা আমাদের গ্রাহকদের তথ্য কতটা নিরাপত্তার সাথে সংরক্ষন করি তা আপনি আমাদের এই প্রাইভেসি পলিসি থেকে আপনি জানতে পারবেন। যেকোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে দয়া করে আমাদের এই প্রাইভেসি পলিসি পড়ুন। আমাদের সাইট ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের এই প্রাইভেসি পলিসিতে বর্নিত সব নিয়ম অনুসরন করছেন। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে যদি আমরা আমাদের এই প্রাই ভেসি পলিসি পরিবর্তন করে থাকি তাহলে তা তৎক্ষণাৎ পোস্ট আকারে জানিয়ে দেওয়া হবে। দয়া করে আমাদের এই পলিসি রিভিউ করুন এবং আমাদের কাছ আপনার তথ্যের নিরাপত্তা সম্পর্কে সচেতন হোন।

তথ্য সংগ্রহ

আমরা গ্রাহকদের ব্যক্তিগত তথ্য যেমন নাম, ফোন নাম্বার, ইমেইল ইত্যাদি সংগ্রহ করে থাকি। আমরা বলতে চাই যে গ্রাহকদের বিশেষ কোনো কাজ সম্পাদন করতেই আমরা তথ্য সংরক্ষন করি। এইসব তথ্য বেশ নিরাপত্তার সাথে সংরক্ষন করি এবং গ্রাহকের অনুমতি ছাড়া আমরা তা কখনই কারোর সাথে শেয়ার করি না।

তথ্য বন্টন

জালিয়াতি প্রতিরোধ বা তদন্ত স্বার্থে আমরা গ্রাহকের তথ্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে শেয়ার করতে পারি। আমরা তা করবো যখন -

  • আইন অনুমোদিত হয়; অথবা
  • প্রকৃত বা সম্ভাব্য জালিয়াতি বা অননুমোদিত লেনদেন থেকে রক্ষা বা প্রতিরোধ করার চেষ্টা করারাা করাির কার চেষ্টা করা;
  • বিনিয়োগ জালিয়াতি যা ইতিমধ্যে ঘটেছে।
বিপণনের উদ্দেশ্যে এই সংস্থাগুলিকে তথ্য সরবরাহ করা হয় না।

ডাটা নিরাপত্তার প্রতি অঙ্গিকার

আপনার ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য আমাদের কাছে খুব নিরাপদ রাখা হয়েছে। শুধুমাত্র কয়েকজন অনুমোদিত কর্মচারী, যারা তথ্য সুরক্ষিত রাখতে সম্মত হয়েছেন এবং গোপনীয় এই তথ্য অ্যাক্সেস আছে।

যোগাযোগঃ

আমাদের প্রাইভেসি পলিসি সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসায় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন -
প্রাইভেসি পলিসি সংক্রান্ত যেকোনো পরিবর্তনের আমরা সংরক্ষন করি। যেকোন পরিবর্তন যত দ্রুত সম্ভব পোস্ট করা হবে।

আমাদের সুপারিশ ডোমেইন; হোস্টিং; ওয়েবসাইট; সিসিটিভি সার্ভিস।